ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পুকুর ভরাটের দায়ে ১৫ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
পুকুর ভরাটের দায়ে ১৫ জনের বিরুদ্ধে মামলা ...

চট্টগ্রাম: আগ্রাবাদের দাইয়াপাড়া এলাকায় পুকুর ভরাটের দায়ে সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাবেদ নজরুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।  

রোববার (৭ আগস্ট) বিকেলে ডবলমুরিং থানায় এ মামলা করেন পরিবেশঅধিদপ্তরের পরিদর্শক সাখাওয়াত হোসাইন।

মামলায় আসামিরা হলেন- জাবেদ নজরুল ইসলাম, সায়েদুল ইসলাম, আকলিমা বেগম, নাজির হোসাইন, জাকির হোসেন, জমিলা বেগম, তওসিফ তানজিম হোসাইন, আলতাফ হোছাইন, মো. আজগর হোসাইন, মোবারক হোসেন, নাসিমা বেগম, সেলিমা বেগম, তাসলিমা বেগম, রহিমা বেগম ও ওয়াহিদুল ইসলাম।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমদুল হক বলেন, গত ২ আগস্ট পরিবেশ অধিদপ্তরের একটি দল দাইয়াপাড়া এলাকার পুকুর পরিদর্শনে গিয়ে ভরাট করার প্রমাণ পায়।

পরে এ ঘটনায় মামলা করা হয়।  

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।