ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

১০ বছরের শিশুর আত্মহত্যা! 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৯, জুলাই ৫, ২০২২
১০ বছরের শিশুর আত্মহত্যা!  প্রতীকী ছবি

চট্টগ্রাম: ফটিকছড়ি থানার আব্দুল্লাহ পুর দক্ষিণ বড়ুয়া পাড়ায় শ্রামণ তুষি মং মার্মা (১০) নামে এক শিশু আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৫ জুলাই) সকালে
ধাতুচৈত বিহারে এ ঘটনা ঘটে।

 

শ্রামণ তুষি মং মার্মা রাঙামাটি জেলার কাউখালী থানার উপ নিজ পাড়ার পাইচি মং মার্মার ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বাংলানিউজকে বলেন, আব্দুল্লাহ পুর ধাতুচৈত বিহারের ভেতরে অজ্ঞাত কারণে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চেষ্টা করে শ্রামণ তুষি মং মার্মা।

সেখান থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, জুলাই ০৫ , ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।