ঢাকা, বুধবার, ১৫ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আশুতোষ কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, সেপ্টেম্বর ৩০, ২০২৫
আশুতোষ কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চট্টগ্রাম: স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. পার্থ প্রতীম ধর এর পিআরএল এ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়েছে।  

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. জয়নাল আবেদীন।

 

এসময় বিদায়ী সংবর্ধিত প্রধান অতিথি অধ্যক্ষ অধ্যাপক ড. পার্থ প্রতীম ধর বলেন, ‘আজ আমি নিজেকে সার্থক মনে করি। একজন আদর্শ শিক্ষক হিসেবে আমার সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা আমাকে বিদায় সংবর্ধনা দিয়েছেন।

তাদের প্রতি আমার ভালোবাসা কখনও শোধ করা সম্ভব নয়। আমি সবসময় চেয়েছি তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে। কলেজের সার্বিক উন্নয়নে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ আমাকে সহযোগিতা করেছেন। আজ তারা আমাকে আদর্শ মানুষ হিসেবে পরিচয় দিয়েছেন।  

পরিশেষে তিনি ছাত্র-ছাত্রীদেরকে সুশিক্ষা অর্জন করে উন্নত জাতি গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

সহকারী উধ্যাপক পরিচয় বড়ুয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষের সহধর্মিণী গোপা রাণী দে, শিক্ষক পরিষদ সম্পাদক ফাতেমা উম্মুল খায়ের, সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আব্দুল গফুর, অধ্যাপক সুচারু বড়ুয়া, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক কামরুল ইসলাম, অধ্যাপক মো. আব্দুল আলিম, অধ্যক্ষ অধ্যাপক অরুণ বিকাশ বড়ুয়া, অধ্যাপক জাফর আহমেদ, অধ্যাপক সুসেন বড়ুয়া, অধ্যাপক মো. কামরুল ইসলাম, অধ্যাপক শাহ মোহাম্মদ আলমগীর, অধ্যাপক প্রদীপ বড়ুয়া, অধ্যাপক মো. জসিম উদ্দিন, অধ্যাপক রঞ্জিত দত্ত, অধ্যাপক জাহেদা বেগম, সহযোগী অধ্যাপক আবুল হাসনাত মোহাম্মদ মোহসীন, প্রবীর বিশ্বাস, সুমেন বড়ুয়া, সাবেক জেলা রোভার কমিশনার মো. কামাল উদ্দিন ও কলেজের প্রধান সহকারী মো. ফারুক হোসেন প্রমুখ।  

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।