ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বোনের সঙ্গে অভিমান, হারপিক খেয়ে আত্মহত্যা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, জুন ৩০, ২০২২
বোনের সঙ্গে অভিমান, হারপিক খেয়ে আত্মহত্যা  প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের বন্দর থানার মাইলের মাথা এলাকায় বোনের সঙ্গে অভিমান করে হারপিক খেয়ে কুলসুমা আক্তার (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।  

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে হাজি জানে আলম সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

কুলসুমা আক্তার একই এলাকার আহাম্মদ উল্লাহর মেয়ে।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আনায়নকারীর বরাত দিয়ে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, মাইলের মাথা হাজি জানে আলমের বাসার কাজ করতেন কুলসুমা।

আপন বোনের সঙ্গে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয় তার। পরে বোনের সঙ্গে অভিমান করে বাথরুমের হারপিক খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। তাকে উদ্ধার করে বিকেল সোয়া ৪টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে চিকিৎসক ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কুলসুমের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়:২১০০ ঘণ্টা, জুন ৩০, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।