ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজারে যোগ দিবস উদযাপন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, জুন ২১, ২০২২
কক্সবাজারে যোগ দিবস উদযাপন 

চট্টগ্রাম: কক্সবাজারে ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের উদ্যোগে ৮ম যোগ দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) ইউএনএইচসিআর অফিসের সহযোগিতায় এ যোগ দিবসে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন।

তিনি বলেন, যোগ ব্যায়াম সমগ্র মানবজাতির জন্য ভারতের প্রাচীন ঐতিহ্যের একটি অমূল্য উপহার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ২০১৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ২১শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন করার আহ্বান জানান। তখন প্রস্তাবটি একটি অভূতপূর্ব সাড়া পায় এবং বাংলাদেশ সহ রেকর্ড ১৭৭টি দেশ এই প্রস্তাবটি গ্রহণ করে।

ইউএনএইচসিআর কর্মকর্তারা এবং অন্যান্য যোগ অনুরাগীরা যোগ সেশনে অংশ নেন। এসময় ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন যোগ সেশনের আয়োজন করার জন্য ইউএনএইচসিআর-এর সাব-অফিসের প্রধান মিসেস ইটা স্কুটেকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জুন ২১, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।