ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অস্ত্র ও গুলিসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, জানুয়ারি ২৪, ২০২২
অস্ত্র ও গুলিসহ যুবক আটক ...

চট্টগ্রাম: মিরসরাই থানার নিজামপুর এলাকা থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলিসহ মো. শওকত হোসেন (৩৯) নামে এক যুবকে আটক করেছে র‌্যাব-৭।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নূরুল আবছার।

মো. শওকত হোসেন, সীতাকুণ্ড থানার মধ্যম মাহামুদাবাদ এলাকায় মৃত সোনা মিয়ার ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ জানুয়ারি) বিকেল চারটায় নিজামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি এলজি এবং দুই রাউন্ড গুলি মো. শওকত হোসেনকে আটক করা হয়েছে।

শওকত চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয় ও অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।