চট্টগ্রাম: হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলী সিটি করপোরেশন ফতেয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হাসোনী বাপের বাড়ির আহাম্মদ হোসেনের ছেলে মো.সাহাব উদ্দিন (৪৬) ও একই উপজেলার একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আলী বলিপাড়ার খলিলুর রহমানের ছেলে মো.আনিছ (৩০)।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, ডাকাতির প্রস্তুতিকালে হাটহাজারীর থানার দক্ষিণ পাহাড়তলী সিটি করপোরেশন ফতেয়াবাদ গার্লস স্কুলের পাশে পরিত্যক্ত গুদামের ভেতর থেকে ৪টি টিপ ছুরি ও ৩টি ধারালো দা সহ মো.সাহাব উদ্দিন ও মো.আনিছকে গ্রেপ্তার করা হয়েছে।
এমআই/টিসি