ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ জন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, সেপ্টেম্বর ১৭, ২০২৫
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ জন গ্রেপ্তার ...

চট্টগ্রাম: হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলী সিটি করপোরেশন ফতেয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।  

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হাসোনী বাপের বাড়ির আহাম্মদ হোসেনের ছেলে মো.সাহাব উদ্দিন (৪৬) ও একই উপজেলার একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আলী বলিপাড়ার খলিলুর রহমানের ছেলে মো.আনিছ (৩০)।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, ডাকাতির প্রস্তুতিকালে হাটহাজারীর থানার দক্ষিণ পাহাড়তলী সিটি করপোরেশন ফতেয়াবাদ গার্লস স্কুলের পাশে পরিত্যক্ত গুদামের ভেতর থেকে ৪টি টিপ ছুরি ও ৩টি ধারালো দা সহ মো.সাহাব উদ্দিন ও মো.আনিছকে গ্রেপ্তার করা হয়েছে।

ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তাদের সহযোগী অন্য ডাকাতরা পালিয়ে যায়। পলাতক ডাকাত সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।