ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিজেকেএস’র উদ্যোগে অনুর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট  শুক্রবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
সিজেকেএস’র উদ্যোগে অনুর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট  শুক্রবার

চট্টগ্রাম: মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘মুজিববর্ষ সিজেকেএস কনফিডেন্স সিমেন্ট আন্তঃউপজেলা অনুর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট-২০২১’। নিজ উপজেলার স্থায়ী বাসিন্দা অনুর্ধ্ব-১৬ বছর বয়সী ফুটবলারদের নিয়ে ১৫টি উপজেলার ৪টি ভেন্যুতে শুক্রবার (১০ ডিসেম্বর) শুরু হবে এ টুর্নামেন্ট।

 

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে এম এ আজিজ স্টেডিয়ামে এ উপলক্ষে সংবাদ সম্মেলন করে আয়োজক কমিটি।  

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১০ ডিসেম্বর চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ মাঠে, ১১ ডিসেম্বর বোয়ালখালী উপজেলার পিসি সেন উচ্চ বিদ্যালয় মাঠে, ১২ ডিসেম্বর মীরসরাই উপজেলার মীরসরাই স্টেডিয়ামে এবং ১৩ ডিসেম্বর রাউজান উপজেলার রাউজান কলেজ মাঠে টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা ও কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের সেমি ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে।

এবারের টুর্নামেন্টে প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দলকে নগদ ত্রিশ হাজার টাকা, রানার্স আপ দলকে নগদ বিশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া সুশৃঙ্খল দল, সেরা ভেন্যুকে ট্রফি ও টুর্নামেন্টে সেরা খেলোয়াড়, ফাইনালের সেরা খেলোয়াড় এবং প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট দেওয়া হবে।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফুটবল কমিটির সহ সভাপতি নজরুল ইসলাম লেদু, সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সিজেকেএসএ’র সহ সভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিজেকেএস’র নির্বাহী সদস্য নাসির মিয়া, প্রদীপ ভট্টাচার্য্য, মাহমুদুর রহমান মাহবুব, মাকসুদুর রহমান বুলবুল, আকতারুজ্জামান, রায়হান উদ্দিন রুবেল, আলী হাসান রাজু, কাজী জসিম উদ্দীন, নূর নবী লিটন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।