ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চমেকে সংঘর্ষ: ২১ দিন পর তদন্ত প্রতিবেদন খোলা হবে কাউন্সিল সভায় 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
চমেকে সংঘর্ষ: ২১ দিন পর তদন্ত প্রতিবেদন খোলা হবে কাউন্সিল সভায়  ফাইল ছবি

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন আজ (মঙ্গলবার) কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় উপস্থাপন করা হবে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার।

তিনি বাংলানিউজকে বলেন, গতকাল তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। তা আজ একাডেমিক কাউন্সিলের সভায় তোলা হবে।

এ ছাড়া কলেজ খোলার ব্যাপারেও সভায় আলোচনা হবে বলে জানান তিনি।

এদিকে তদন্ত প্রতিবেদন জমা দিলেও এ বিষয়ে মুখ খুলতে নারাজ তদন্ত কমিটির সদস্যরা। তবে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের অন্তর্কোন্দলকে দায়ী করা হয়েছে বলে জানিয়েছেন একটি বিশ্বস্ত সূত্র।

গত ২৯ ও ৩০ অক্টোবর চকেমে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মতিউর রহমানকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে কলেজ কর্তৃপক্ষ। ওই দিন অ্যাকাডেমিক কমিটির সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় কলেজ।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।