ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছোটদের বৈশাখী মেলা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
ছোটদের বৈশাখী মেলা শুরু

চট্টগ্রাম: নগরের নন্দনকাননের ফুলকিতে গান, নাচ, নাটক, কুটুমকাটাম, খেলামেলা, আঁকিবুকি, বইমেলাসহ নানা আয়োজনে শুরু হয়েছে ছোটদের বৈশাখী মেলা।  

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ফুলকির সুগতপ্রসাদ বড়ুয়া মুক্তমঞ্চে অংশগ্রহণকারী শিশুদের নিয়ে বৈশাখী মেলার উন্মোচন করেন সর্বাধ্যক্ষা শীলা মোমেন।

 

বিকেল সাড়ে ৩টায় ছিল চলচ্চিত্র প্রদর্শনী। বিকেল সাড়ে ৫টায় জাদু প্রদর্শন করেন রাজীব বসাক।

 

মেলার দ্বিতীয় দিন শনিবার সকাল সাড়ে ৯টায় থাকবে সহজপাঠ ও সোনারতরীর শিক্ষার্থীদের ব্রতচারী পরিবেশনা। বেলা সাড়ে ১১টায় গল্পরাজ্যের পরিবেশনা। বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে সহজপাঠের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।  

সমাপনী অনুষ্ঠানে অতিথি থাকবেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।