ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

টিকার আওতায় এলো ট্রান্সজেন্ডার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
টিকার আওতায় এলো ট্রান্সজেন্ডার ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের (ট্রান্সজেন্ডার) টিকাদান কার্যক্রমের আওতায় এনেছে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জনের সম্মেলন কক্ষে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির।

ডা. হাসান শাহরিয়ার কবির সাংবাদিকদের বলেন, সাধারণ মানুষের পাশাপাশি আমরা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকেও টিকার আওতায় আনতে পেরেছি।

এভাবে পিছিয়ে পড়া সমাজের অন্যান্য জনগোষ্ঠীকেও টিকার আওতায় আনা হবে।

এদিন প্রায় সাড়ে তিনশ তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের টিকা দেওয়া হচ্ছে বলে জানায় সিভিল সার্জন কার্যালয়।  

টিকা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কয়েকজন। তারা বলেন, আমাদের এভাবে মূল্যায়ন করেছে সরকার, সেজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।