ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রবীণ শিক্ষকের শয্যাপাশে স্বাস্থ্য পরিচালক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
প্রবীণ শিক্ষকের শয্যাপাশে স্বাস্থ্য পরিচালক ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার পিতা অবসরপ্রাপ্ত  শিক্ষক বিমল বড়ুয়া স্ট্রোকজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে এক সপ্তাহ ধরে চট্টগ্রাম  জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

অসুস্থ এই শিক্ষককে দেখতে হাসপাতালে যান চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর।

তিনি বিমল বড়ুয়ার চিকিৎসার খোঁজ-খবর নিয়ে শয্যাপাশে সময় কাটান ও সুস্থতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি, সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) ডা. এএইচএম শফিউর রহমান, জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. এএইচএম হামিদুল্লাহ মেহেদি, আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আহমেদ তানজিমুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা নাসির উদ্দিন খালেদ, স্বাস্থ্য পরিচালকের পিএ শাহাদাত হোসাইন, হেলথ অ্যাডুকেটর ফয়েজ আহমদ, স্যানিটারী ইন্সপেক্টর টিটু কান্তি পাল প্রমুখ।

 

বিমল বড়ুয়ার বড় ছেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া  পরিবারের পক্ষ থেকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কসহ অন্যান্য চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।