ঢাকা, শনিবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, অক্টোবর ১৫, ২০২১
রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু  প্রতীকী ছবি

চট্টগ্রাম: রাউজান পৌরসভায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় নিশান কর্মকার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে বাইন্যাপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিশান কর্মকার একই এলাকার মৃত দোলন পালিতের ছেলে।  

রাউজান হাওইয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম বাংলানিউজকে বলেন, রাস্তা পার হওয়ার সময় সিএনজি অটোরিকশার ধাক্কায় নিশান কর্মকার নামে এক শিশু আহত হয়।

তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুর সোয়া ১২টার দিকে নিশান কর্মকারের মৃত্যু হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সিএনজি অটোরিকশাটি আটক করা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।