ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৫ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
৫ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

চট্টগ্রাম: আনোয়ারায় নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরায় ৫ হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা সহকারী কমিশনার । পরে জব্দকৃত জাল পুড়িয়ে দেওয়া হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, অফিস সহকারী মোহাম্মদ এনামুল হক।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বাংলানিউজকে বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত (২২ দিন)। এই সময়ে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাগরে অভিযান চালিয়ে অবৈধ ৫ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে দেওয়া হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ০৯ অক্টোবর, ২০২১
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।