ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সবজির দামে স্বস্তি  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
সবজির দামে স্বস্তি   ফাইল ফটো।

চট্টগ্রাম: শীতকালীন সবজির পাশাপাশি সামুদ্রিক মাছের সরবরাহও বেড়েছে চট্টগ্রামের বাজারে। গত সপ্তাহের মতোই  মাছ-মাংস ও সবজির দাম অপরিবর্তিত রয়েছে।

রিয়াজউদ্দিন বাজার ও চকবাজারে শুক্রবার (১৫ জানুয়ারি) সবজির মধ্যে আলু ৩০ টাকা, ফুলকপি ২৫-৩০ টাকা, বাঁধাকপি ২০-২৫ টাকা, মুলা ২০ টাকা, টমেটো ৪০ টাকা, বেগুন ৪০ টাকা, শিম ৪০-৪৫ টাকা, শসা ৫০-৫৫ টাকা, বরবটি ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩০-৩৫ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, গাজর ৪০ টাকা, কাঁচা পেপে ৩০ টাকা, শিমের বিচি ৮০-১০০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে তেলাপিয়া ১১০-১৪০ টাকা, রুই ১৩০-২০০ টাকা, কাতাল ২০০-২৮০ টাকা, কৈ ৫০০ টাকা, শিং ৫৫০ টাকা, কেচকি ২৪০ টাকা, পোয়া ২৫০ টাকা, চিংড়ি ৪৫০ টাকা, পাঙ্গাস ১৩০ টাকা, ইলিশ ৬৫০-৭০০ টাকা, রূপচাঁদা ৩৫০-৫০০ টাকা,  কোরাল ৫০০-৫৫০ টাকা, লইট্যা ১০০-১২০ টাকা, বাটা ২০০-২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া ব্রয়লার মুরগি ১৩০ টাকা, লেয়ার ২১০ টাকা, সোনালী ২৩০ টাকা, গরুর মাংস ৭০০ টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।