ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জোরারগঞ্জে দেশিয় অস্ত্রসহ গ্রেফতার ৫ ছিনতাইকারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
জোরারগঞ্জে দেশিয় অস্ত্রসহ গ্রেফতার ৫ ছিনতাইকারী

চট্টগ্রাম: জোরারগঞ্জে ছিনতাইয়ের ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া পাঁচটি মোবাইল সেট ও নগদ ১২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।

এছাড়া ছিনতাইয়ে ব্যবহৃত বেশ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।  

শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে জোরারগঞ্জ থানাধীন পশ্চিম পরাগলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার পাঁচ ছিনতাইকারী হলো- মুকেশ চন্দ্র দাস (২২), হুমায়ুন রশিদ প্রকাশ মামুন (২৬), আসিফ  হায়দার জিসান (২৩), সাজ্জাদ হোসেন সাব্বির (১৯), মো. ফজলুল করিম রিয়াজ (২০)। তারা জোরারগঞ্জ ও সীতাকুণ্ড এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।  

এদের মধ্যে হুমায়ুন রশিদ প্রকাশ মামুন ওই এলাকার সন্ত্রাসী ও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর হোসেন মামুন বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার পরাগলপুর এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযানে নামি। শুক্রবার ভোরে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া পাঁচটি মোবাইল সেট ও নগদ ১২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ছিনতাইয়ে ব্যবহৃত বেশ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ওসি মো. নুর হোসেন মামুন জানান, হুমায়ুন রশিদ প্রকাশ মামুন ওই এলাকার সন্ত্রাসী ও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।