ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৫৪ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠালো পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, মে ২৫, ২০১৯
৫৪ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠালো পুলিশ ৫৪ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠালো পুলিশ

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার কাজীর দেউড়ী, স্টেডিয়াম ও সার্কিট হাউজের আশপাশের এলাকা থেকে ৫৪ রোহিঙ্গা নারীপুরুষ ও শিশুকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ মে) এসব রোহিঙ্গাকে কক্সবাজার ক্যাম্পে ফেরত পাঠানো হয় বলে বাংলানিউজকে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা।

এর আগে বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে এসব রোহিঙ্গাকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে কৌশলে পালিয়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে কিছু রোহিঙ্গা। কাজীর দেউড়ী, স্টেডিয়াম ও সার্কিট হাউজের আশপাশের এলাকা থেকে ৫৪ রোহিঙ্গা নারীপুরুষ ও শিশুকে আটক করা হয়েছে।

তিনি জানান, তারা ভিক্ষা করার নামে মানুষকে বিরক্ত করত। এলাকায় সাধারণ পথচারী, রেস্টুরেন্টে আসা লোকজনের পথরোধ করে টাকা আদায় করত। রমজান শুরুর পর তাদের দৌরাত্ম্য আরও বেড়ে যায়।

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, মে ২৪, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।