ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপি নেতার বাসা থেকে পোলিং অফিসার আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
বিএনপি নেতার বাসা থেকে পোলিং অফিসার আটক

চট্টগ্রাম: নগরের বাকলিয়া বৌ বাজার এলাকায় বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের এক নেতার বাসা থেকে পোলিং অফিসার হিসেবে নিয়োগ পাওয়া স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজের বাসা থেকে মফিজুল ইসলাম (৩৪) নামের ওই শিক্ষককে আটক করা হয় বলে বাংলানিউজকে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।

আটক মফিজুল ইসলাম দক্ষিণ-পশ্চিম বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার নন এমপিওভুক্ত শিক্ষক।

কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পোলিং অফিসারের দায়িত্ব পেয়েছিলেন তিনি।

মফিজুল ইসলাম কুমিল্লার মুরাদনগর উপজেলার আমপাল এলাকার ফরিদ মিয়ার ছেলে।

তিনি  বৌ বাজার এলাকায় ভাড়া থাকতেন।

ওসি প্রনব চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘মফিজুল ইসলাম ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্বে না গিয়ে  স্বেচ্ছাসেবক দলের নেতার বাসায় বিএনপির নির্বাচনী এজেন্টদের আইডি কার্ড ও তালিকা প্রস্তুত করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। ’

তিনি বলেন, ‘সেখান থেকে বিএনপির নির্বাচনী এজেন্টদের ছবি ও আইডি পাওয়া গেছে। ’

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।