ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে নৌকার ক্যাম্পে দুর্বৃত্তের হামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
সীতাকুণ্ডে নৌকার ক্যাম্পে দুর্বৃত্তের হামলা সীতাকুণ্ডে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে হামলা চালায় দুর্বৃত্তরা।

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর দুইটি নির্বাচনী প্রচার কেন্দ্রে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২১ ডিসেম্বর) ভোর রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া ও গজারিয়া দীঘির পাড়ে এ হামলার ঘটনা ঘটে।

>> পটিয়ায় বাঁশের তৈরি নৌকায় দুর্বৃত্তের আগুন

নৌকা প্রতীকের প্রার্থী দিদারুল আলমের অভিযোগ, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা নেতাকর্মীদের হত্যার উদ্দেশে এ ঘটনা ঘটিয়েছে।

শুক্রবার সকালে দিদারুল আলম ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সূত্র জানায়, একদল দুর্বৃত্ত গজারিয়া দীঘির পাড় এলাকায় অবস্থিত আওয়ামী লীগের অস্থায়ী নির্বাচন পরিচালনা ক্যাম্পে হামলা চালায়।

তারা সেখানে পরপর কয়েকটি ককটেল ফাটিয়ে বঙ্গবন্ধুর ছবি, চেয়ার-টেবিলসহ আসবাব ভাঙচুর করে চলে যায় কয়েকশ’ গজ দূরের ভূঁইয়াপাড়ার দিকে। সেখানে অবস্থিত রাসেল স্মৃতি সংসদের (বর্তমানে নির্বাচনী কার্যক্রমে ব্যবহৃত ক্যাম্প) সামনেও কয়েকটি ককটেল ফাটিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে সেমিপাকা ঘরটির টিন ও ভেতরে থাকা সব আসবাব পুড়ে যায়।

ভূঁইয়াপাড়ার এক বাসিন্দা আবুল কাসেম জানান, রাতে প্রথমে গজারিয়া দীঘির পাড়ে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয়। এর কয়েক মিনিটের মধ্যে ভূঁইয়াপাড়াতেও একই রকম ককটেল হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

তিনি বলেন, রাতে আতঙ্কে এলাকার মানুষ ঘুমোতে পারেনি না।

পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র হারাধন চৌধুরী বাবু বলেন, পুলিশ তদন্ত করে দেখছে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে।

আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলম বলেন, যেখানে হামলা হয়েছে সেগুলোর একটি হলো আমার অস্থায়ী নির্বাচনী ক্যাম্প। অপরটি রাসেল স্মৃতি সংসদ। তবে সেখানে বসেও নির্বাচনী বিভিন্ন কর্মকাণ্ড করে দলের ছেলেরা। এ কারণে বিএনপি-জামায়াতের নাশকতাকারীরা সেই ২০১৩-১৪ সালের মতো আবারও নাশকতা ও আমাদের দলের ছেলেদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে আমি মনে করছি।

তিনি বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখানে এসেছিলেন। তিনিই আইনগত ব্যবস্থা নেবেন।

ওসি মো. দেলওয়ার হোসেন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। যে বা যারাই এ ঘটনা ঘটিয়ে থাকুক কোনো ছাড় দেওয়া হবে না। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad