ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় বাঁশের তৈরি নৌকায় দুর্বৃত্তের আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
পটিয়ায় বাঁশের তৈরি নৌকায় দুর্বৃত্তের আগুন পুড়িয়ে দেওয়া বাঁশের তৈরি নৌকা

চট্টগ্রাম: পটিয়ার হাইদগাঁও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সামশুল হক চৌধুরীর সমর্থনে বাঁশের তৈরি একটি নৌকা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (২১ ডিসেম্বর) ভোররাতে বাঁশের তৈরি নৌকাটি পুড়িয়ে দেওয়া হয়। সকালে এ ঘটনার প্রতিবাদে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা মিছিল বের করে।

সাবেক ছাত্রলীগ নেতা বিএম জসিম বাংলানিউজকে জানান, ওই নৌকায় লাল-সবুজ কাপড়ে তৈরি জাতীয় পতাকাও ছিল। একাত্তরের পরাজিত শক্তি ছাড়া জাতীয় পতাকায় আগুন দেওয়ার দুঃসাহস কেউ দেখাতে পারে না।

আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। পুলিশ প্রশাসনের প্রতি দোষীদের গ্রেফতারের দাবি জানাই।

পটিয়া আসনে আওয়ামী লীগের প্রার্থী সামশুল হক চৌধুরী বাংলানিউজকে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এটি নাশকতামূলক কাজ। আমি তীব্র নিন্দা জানাই। এ ধরনের ঘৃণ্য কাজ করে আওয়ামী লীগের পক্ষে, নৌকার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা ঠেকানো যাবে না।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।