ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে মিলনমেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে মিলনমেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দেশের প্রাচীনতম সংবাদপত্র দৈনিক ইত্তেফাক’র ৬৩ বছরে পদার্পণ উপলক্ষে রাজনীতিবিদ, পেশাজীবী, সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও সমাজকর্মীর মিলনমেলা বসেছিল চট্টগ্রামে।
 
বৃহস্পতিবার সকালে ইত্তেফাকের চট্টগ্রাম অফিসে অতিথিদের নিয়ে কেক কাটেন ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা।


 
এ সময় শুভেচ্ছা জানান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সংসদ সদস্য ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন নদভী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি প্রফেসর এমডি কামাল উদ্দিন চৌধুরী, দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক ওয়াহিদ মালেক, রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত কমিশনার (প্রশাসন) একেএম শহিদুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবুদ্দিন প্রমুখ।
 
তারা বলেন, সাংবাদিকতার মহান আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে ইত্তেফাকের অবদান অবিস্মরণীয়।
বাংলাদেশের মানুষের অধিকার আদায় পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে জনগণের সংগ্রামে সাহস সঞ্চারে দৈনিক ইত্তেফাক ছিল আপসহীন। বাঙালির মুক্তি সংগ্রামে ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে অফুরন্ত প্রেরণা ও দিকনির্দেশনা দিয়েছিলেন। সারা দেশের পাশাপাশি চট্টগ্রামের মানুষেরও সুখ-দুঃখ ও উন্নয়নের সংবাদ পরিবেশন করে ইত্তেফাক পাঠকের আস্থা ও ভালোবাসার সংবাদপত্রে পরিণত হয়েছে।
 
অনুষ্ঠানে অংশ নেন বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসুল হক হায়দরী, বিটা পরিচালক শিশির দত্ত, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন হাউজিং সোসাইটির সভাপতি মঈনউদ্দিন কাদেরী শওকত, সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক, অঞ্জন কুমার সেন, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রিয়াজ হায়দার, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, দৈনিক পূর্বদেশের চিফ রিপোর্টার ম. শামসুল ইসলাম বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ