ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জিয়া ফুটবল টুর্নামেন্টের শৃঙ্খলা কমিটির সভা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৯, অক্টোবর ২০, ২০২৫
জিয়া ফুটবল টুর্নামেন্টের শৃঙ্খলা কমিটির সভা 

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য জিয়া ফুটবল টুর্নামেন্ট সফল করতে শৃঙ্খলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা আবুল হাশেম বক্কর। শৃঙ্খলা কমিটির সদস্য সচিব শাহ আলমের সভাপতিত্বে এবং শাহেদ বক্সের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মিডিয়া কমিটির আহ্বায়ক বিপ্লব দে পার্থ, শৃঙ্খলা কমিটির সদস্য মো. আলী, এনায়েতবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলী আব্বাস, সিজেকেএস ক্রিকেট কমিটির সদস্য দিদারুল আলম চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা আলী মর্তুজা, এম এ সালামসহ অন্যরা।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন মিডিয়া কমিটির সদস্য শহীদ ইকবাল, মো. সেলিম, আশরাফুজ্জামান স্বপন, আনোয়ার হোসেন, কামরুল হোসেন কুতুবি, মো. হাসান, মো. সরওয়ার, ইব্রাহীম সাইফু, আমিন উল্লাহ, বজল আহমদ ও মিজানুর রহমান প্রমুখ।

সভায় আগামী ২৪ অক্টোবর শুরু হতে যাওয়া জিয়া ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। পাঁচটি গেইটে শৃঙ্খলা কমিটির টিম দায়িত্বে থাকবে বলে জানানো হয়। পাশাপাশি স্টেডিয়ামের প্রবেশপথ ও ভিআইপি গ্যালারিতেও আলাদা টিম করার সিদ্ধান্ত হয়।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।