চট্টগ্রাম: দীর্ঘ তিন যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ৬টি নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠার পর ১৯৭০ সালের প্রথম চাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হয়।
তৃতীয় নির্বাচন হয় ১৯৭৪ সালে। এ নির্বাচনে জাসদ ছাত্রলীগের এস এম ফজলুল হক ভিপি ও গোলাম জিলানী চৌধুরী জিএস নির্বাচিত হন। ১৯৭৯ সালের চতুর্থ চাকসু নির্বাচনে ভিপি হন জাসদ ছাত্রলীগের মাজহারুল হক শাহ চৌধুরী এবং জিএস হন আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগের জমির চৌধুরী।
১৯৮১ সালে চাকসুর পঞ্চম নির্বাচনে ভিপি ও জিএস দুই পদে নির্বাচিত হন ইসলামী ছাত্রশিবিরের জসিম উদ্দিন সরকার ও আবদুল গাফফার। এর প্রায় ১০ বছর পর ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ চাকসু নির্বাচনে সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রার্থী ছাত্রলীগের নাজিম উদ্দিন ভিপি নির্বাচিত হন। আর জিএস নির্বাচিত হন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আজিম উদ্দিন আহমদ।
এবার অপেক্ষা ৭ম নির্বাচনে কারা নির্বাচিত হন। নির্বাচনে ভিপি পদে ২৪ জন এবং জিএস পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এমআর/টিসি