ঢাকা, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা করেসপনডেন্ট, ফটিকছড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, অক্টোবর ১২, ২০২৫
ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলায় পুকুরে ডুবে মোহাম্মদ রাফি (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাশেম চৌধুরী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি ওই এলাকার মো. হাসানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায় রাফি।

অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধর্মপুর ইউনিয়নের ইউপি সদস্য জাহিদুল আলম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।