চট্টগ্রাম: নগরের ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকা থেকে অপহরণের শিকার মো.সবুজ ফরাজীকে (২৭) অভিযান চালিয়ে উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় অপহরণের মূল হোতাসহ ৫ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলখিলা গ্রামের বাসিন্দা মুছা (২২) ও মো.সোহেল (২৫), বরিশালের কোতোয়ালী থানার শায়েস্তাবাদের বাসিন্দা মো.রিয়াজ (২৪), কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা গ্রামের বাসিন্দা মো.তাসিন (২৩) এবং নগরের ইপিজেড থানার আয়েশার মায়ের গলির বাসিন্দা মো.রায়হান (২৬)।
র্যাব-৭-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাগেরহাট জেলার শরণখোলা থানার বকুলতলা এলাকার বাসিন্দা মো.সবুজ ফরাজী পূর্বে নগরের সিইপিজেডে চাকরি করতেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সবুজ ফরাজীকে উদ্ধার এবং ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের ইপিজেড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআই/টিসি