চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, বিএনপির ৩১ দফা দেশের মানুষের মুক্তির সনদ। এ সনদ বাস্তবায়ন হলে দেশে আর কোনো সমস্যা থাকবে না।
সোমবার (৬ অক্টোবর) ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও বিএনপির সদস্য নবায়ন এবং সংগ্রহ কর্মসূচি উপলক্ষে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ফকিরহাটে কর্মী সমাবেশ প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশ এখন নির্বাচনমুখী। মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে। এ পরিস্থিতি আমাদের ধরে রাখতে হবে।
সোহরাব জব্বার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, জেলা কৃষক দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন প্রমুখ।
পিডি/টিসি