ঢাকা, শনিবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নানা আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, সেপ্টেম্বর ২৬, ২০২৫
নানা আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

চট্টগ্রাম: নানা আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ উদযাপন করলো বিশ্ব ফার্মাসিস্ট দিবস।  

দিবসটি উপলক্ষে র‌্যালি, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে ফার্মেসি ক্লাব ও ফার্মেসি বিভাগ।

‘ভাবনায় স্বাস্থ্য, ভাবনায় ফার্মাসিস্ট’ (Think Health, Think Pharmacist) এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে হল রুমে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, ফার্মেসি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আইরিন সুলতানা এবং  বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শুরু হয় সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে। এরপর বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা। এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড এর সিনিয়র জেনারেল ম্যানেজার ফার্মাসিস্ট মোহাম্মদ শরীফুর রহমান। তিনি দেশ-বিদেশে ফার্মাসিস্টদের কর্মক্ষেত্র ও চাহিদার গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভায় ‘প্লাস্টিক টু ড্রাগ ডেভেলপমেন্ট‘ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করেন ফার্মেসি বিভাগের ৩৫ ব্যাচের শিক্ষার্থী নাঈম জিহাদ, সামিউন ইসলাম ও শাহাদাত ফারদিন।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।