ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে মশাল মিছিল, ছাত্রলীগ-যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, সেপ্টেম্বর ১৬, ২০২৫
চট্টগ্রামে মশাল মিছিল, ছাত্রলীগ-যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম: নগরের বন্দর থানার অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগসহ যুবলীগ ও আওয়ামী লীগের ৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।  

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বড়পুল মোড়ের পোর্ট কানেক্টিং রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।

 

গ্রেপ্তাররা হলেন, মো. ইব্রাহীম খলিল তুষার (২৪), আসিফ মাহবুব (২৪), নয়ন শীল (২৩), মো. সাগর (২৫), জাহিদুল ইসলাম (২২), মাসুদ হাওলাদার (৩০) ও মইন উদ্দিন (৩০)।

পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে মহানগর যুবলীগের নেতা আসিফ মাহমুদের ব্যানারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে মশাল, লাঠিসোটা, ইট-পাটকেল নিয়ে বড়পুল মোড়ের পোর্ট কানেক্টিং রোড দিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল বের করে।

এই ঘটনায় বন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বাংলানিউজকে বলেন, সরকারবিরোধী মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় অন্য আসামিরা কৌশলে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে আগুনে পোড়ানো বাঁশের ৫টি মশালের অংশবিশেষ, ১১টি ইটের ভাঙা টুকরা, দুইটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তর আসামিরা স্বীকার করেছেন যে, তারা ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ’-এর সন্ত্রাসী কার্যক্রমে প্রত্যক্ষ-পরোক্ষভাবে দেশে-বিদেশ থেকে সহায়তা, অর্থ প্রদান, মিথ্যা তথ্য প্রচার এবং আশ্রয়দানসহ বিভিন্নভাবে জড়িত।

আজ (মঙ্গলবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।