ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চিন্ময়ের মুক্তির দাবি নিয়ে প্ল্যাকার্ড, আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪১, আগস্ট ১৬, ২০২৫
চিন্ময়ের মুক্তির দাবি নিয়ে প্ল্যাকার্ড, আটক ৬ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের নামে প্ল্যাকার্ড নিয়ে র‌্যালি

চট্টগ্রাম: সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের নামে প্ল্যাকার্ড বহন করায় ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে নগরের কোতোয়ালি থানা-পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে শোভযাত্রাটি নগরের আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে লালদীঘি পার হয়ে নিউমার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জে এম সেন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা চলাকালে ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।

তিনি বলেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদ র‌্যালি ঘিরে আমরা এলার্টে ছিলাম, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়।

র‌্যালি চলাকালে চিন্ময় কৃষ্ণ দাসের নামে প্ল্যাকার্ড নিয়ে আসায় ছয়জনকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননাসহ রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। এ মামলায় চিন্ময় কৃষ্ণকে গত ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। গত ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এমআই/টিসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।