চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা একে অপরের পরিপূরক।
শুক্রবার (১৫ আগস্ট) ফটিকছড়ির বক্তপুর ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান গণতন্ত্র চান। ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চান। তাই তিনি ভোটের কথা বলছেন। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে ভোটের কথা বলছেন কিন্তু একটি চক্র তালবাহানা শুরু করেছে। ভোট না হওয়ার জন্য নানাভাবে চক্রান্ত করছে কিন্তু সাধারণ মানুষ তা হতে দেবে না। ভোট ফেব্রুয়ারিতে হতেই হবে। এর কোনো ব্যতিক্রম করা যাবে না। মানুষ এখন ভোটমুখি। ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।
তিনি আরও বলেন, একটি পক্ষ পিআর পদ্ধতির কথা বলছে। যারা জামানত হারাবে তারাই পিআর পদ্ধতির কথা বলছে। যদি পিআর নিয়ে সিদ্ধান্তের প্রশ্ন আসে, তবে তা হতে হবে একটি সুষ্ঠু নির্বাচনের পর, গণভোটের মাধ্যমে। তখন জনগণই নির্ধারণ করবে বাংলাদেশে পিআর চালু হবে না কি বর্তমান সংবিধানের ভিত্তিতেই নির্বাচন হবে।
উপজেলা বিএনপির সদস্য এস এম ইউসুফের সভাপতিত্বে ও কৃষক দলের সদস্য সচিব খালেদ মাহমুদ বাবুলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, আবুল কালাম, নাজিম উদ্দিন শাহীন, বীর মুক্তিযোদ্ধা আফসার চৌধুরী, হাফেজ জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন শাহারিয়ার চৌধুরী, হাসেম, মহসিন, ইউসুফ, আহম্মেদ সাফা, সেলিম, শহীদ, হাছান, সোলায়মান, নূরুল আলম, মোজাহারুল ইকবাল লাভলু, নাছির, তূষার, জহির,, সুমন তালুকদার, তৌহিদ আলম, সাহাজান, দিদার, হালিম, মাসুম, বাবলা, নজরুল, একরাম আজম, মহিন উদ্দিন, মাহাফুজ, রনি, বক্কর, শওকত প্রমুখ।
পিডি/টিসি