চট্টগ্রাম: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে বোয়ালখালীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে পৌর সদরের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করে বোয়ালখালী প্রেস ক্লাব।
প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, পূজন সেন, শাহে এমরান কাদেরী, রবিউল হোসাইন, মো. মহিউদ্দিন, আর এস মাহমুদ, আবু নাঈম, বাবর মুনাফ, শাহাদাত হোসাইন জুনাঈদী ও জয়নুল আবেদীন।
বক্তারা বলেন, নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
পিডি/টিসি