ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ক্র্যানফিল্ড ইউনিভার্সিটি’র কেইস সেন্টারের সাথে সিআইইউ’র চুক্তি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৬, আগস্ট ১৩, ২০২৫
ক্র্যানফিল্ড ইউনিভার্সিটি’র কেইস সেন্টারের সাথে সিআইইউ’র চুক্তি  ...

চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) ও যুক্তরাজ্যের ক্র্যানফিল্ড ইউনিভার্সিটির দ্য কেইস সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে স্বাক্ষরিত হয়েছে।  

এই সমঝোতা স্মারকের আওতায় সিআইইউতে একটি আধুনিক কেইস রিসার্চ সেন্টার স্থাপন করা হবে, যা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন মাত্রা যুক্ত করবে।

এই চুক্তির আওতায়, সিআইইউ’র শিক্ষক ও গবেষকরা আন্তর্জাতিক মানসম্পন্ন কেইস রিসার্চে অংশগ্রহণ করতে পারবেন।  

সিআইইউ’র পক্ষে উপাচার্য প্রফেসর ড. এম এম নুরুল আবসার এবং কেইস সেন্টারের পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী ভিকি লেসটার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় সিআইইউ’র বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, যুক্তরাজ্যের দ্য কেইস সেন্টার আন্তর্জাতিকভাবে স্বীকৃত কেইসস্টাডি ভিত্তিক গবেষণা ও শিক্ষা উন্নয়নে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, যা ব্যবসায় শিক্ষা ও প্রশিক্ষণের জন্য কেইস স্টাডি, টিচিং নোট ও সংশ্লিষ্ট শিক্ষাসামগ্রী সংরক্ষণ ও বিতরণের কাজ করে। এটি বিশ্বের সবচেয়ে বড় কেইস স্টাডি বিতরণকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।  

প্রসঙ্গতঃ এই গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের মাধ্যমে সিআইইউ ও কেইস সেন্টারের যৌথ উদ্যোগ সিআইইউর শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের উচ্চশিক্ষা এবং গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করলো। সেইসাথে স্থানীয় ও জাতীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সমস্যার ওপর ভিত্তি করে কেইস তৈরির মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীরা বাস্তব সমস্যার সমাধানে যুক্ত হবে, আর কোম্পানিগুলো তাদের সমস্যা বিশ্লেষণের নতুন দৃষ্টিভঙ্গি পাবে, যা ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনে সেতুবন্ধন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।