ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গাছ থেকে পড়ে প্রাণ গেল সংগীত শিক্ষকের 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪২, মে ১৬, ২০২৫
গাছ থেকে পড়ে প্রাণ গেল সংগীত শিক্ষকের  ...

চট্টগ্রাম: পটিয়ায় আম গাছ থেকে পড়ে প্রণব ভট্টাচার্য (৫৬) নামের এক সংগীত শিক্ষকের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

প্রণব ভট্টাচার্য পটিয়ার ধলঘাট ইউনিয়নের গৈড়লা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রাম বেতার ও বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের তালিকাভুক্ত সংগীতশিল্পী।

চট্টগ্রামের আর্য্য সঙ্গীত সমিতি, পটিয়ার নিবেদন শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংগীত ও তবলার শিক্ষক ছিলেন প্রণব ভট্টাচার্য। এক সপ্তাহ আগে তার ভাই কল্যাণ কুমার ভট্টাচার্যের মৃত্যু হয়। ভাইয়ের মৃত্যুর পর ধর্মীয় আনুষ্ঠানিকতার জন্য নগরের বাসা থেকে তিনি গ্রামে অবস্থান করছিলেন।

তার আরেক ভাই প্রদীপ ভট্টাচার্য বলেন, বিকেলে বাড়ির উঠানে আম পাড়তে গাছে ওঠেন প্রণব ভট্টাচার্য। এ সময় গাছের ডাল ভেঙে তিনি নিচে পড়ে গিয়ে আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, গাছ থেকে পড়ার পর হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, আম গাছ থেকে পড়ে ওই সংগীত শিক্ষকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মে ১৬, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।