ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চাকসুর নির্বাচনী প্রচারণায় খরচের লাগাম টানার প্রস্তাব 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩২, মে ৯, ২০২৫
চাকসুর নির্বাচনী প্রচারণায় খরচের লাগাম টানার প্রস্তাব  ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: নির্বাচনী প্রচারণায় খরচের পরিমাণ সীমাবদ্ধ করা, নির্দিষ্ট নিয়মকানুন মেনে নির্বাচনে অংশ নেওয়া, ছাত্র সংসদের মেয়াদ, ধারাবাহিকতা ও অনাস্থাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) গঠনতন্ত্রে বেশকিছু সংস্কার প্রস্তাবনা দিয়েছে চবি ক্লাব অ্যালায়েন্স।

বৃহস্পতিবার (৮ মে) বেলা ১২টায় চবির ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ প্রস্তাবনা তুলে ধরে সংগঠনটি।

সংস্কার প্রস্তাবনায় গঠনতন্ত্রের লক্ষ্য ও উদ্দেশ্যে নতুন করে যুক্ত হয়েছে- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের উদ্দেশ্যে কাজ করা, কার্যাবলিতে শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা প্রশাসনের সামনে তুলে ধরা এবং তা সমাধানের জন্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা।  

সদস্যপদ সংক্রান্ত অংশে নতুন যুক্ত হয়েছে- বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগ বা ইনস্টিটিউটের নিয়মিত স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অধ্যয়নরত শিক্ষার্থী এবং আবাসিক হলের অধিবাসী বা এর সঙ্গে সংশ্লিষ্ট এবং যারা বার্ষিক সদস্যপদ ফি প্রদান করেন, তারা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সদস্য বলে গণ্য হবেন।

বিশ্ববিদ্যালয়ের কোনো ইনস্টিটিউটের অধীনে নিয়মিত স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি ব্যতিত ভিন্ন ডিগ্রি বা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা সদস্য হিসেবে বিবেচিত হবে না। এছাড়া আজীবন সদস্য পদটি সম্মানসূচক হওয়ায় তিনি সংসদ নির্বাচনে সকল প্রকার অংশগ্রহণ (সংসদে ভোটদান এবং নির্বাচনে প্রার্থী হওয়া) থেকে বিরত থাকবেন।

সংগঠনটি কার্যনির্বাহী পদে বেশকিছু নতুন সংযোজন করেছে। নতুন করে সহকারী সাধারণ সম্পাদক (পুরুষ), সহকারী সাধারণ সম্পাদক (নারী), ক্রীড়া সম্পাদক (নারী), দপ্তর সম্পাদক, জাতিগত সত্তা ও নৃগোষ্ঠী বিষয়ক সম্পাদক, ক্যারিয়ার ও পেশাগত উন্নয়ন বিষয়ক সম্পাদক, প্রকাশনা ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক, স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক, পরিবেশ বিষয়ক সম্পাদক ও পরিবহন এবং আবাসন বিষয়ক সম্পাদক পদ প্রস্তাবনায় রাখা হয়েছে।  

এই প্রস্তাবনায় সভাপতির ক্ষমতা কিছুটা কমিয়ে আনা হয়েছে। সহ-সভাপতি (ভিপি) নিশ্চিত করবেন সংসদ কার্যক্রম নির্ধারিত বিধি-বিধান অনুসারে পরিচালিত হচ্ছে এবং দায়িত্বপ্রাপ্ত অন্যান্য নির্বাহী সদস্য কার্যক্রম তদারকি করবেন।

এছাড়া সংসদের ৩ ধরনের সভা প্রস্তাব করা হয়েছে- যা আগে ছিল দুই ধরনের। সাধারণ সভা ও নির্বাহী কমিটির সভা। এখানে নতুন করে ত্রৈমাসিক সভা প্রস্তাব করা হয়েছে। প্রতি মাসে একটি নির্বাহী কমিটির সভা আয়োজন এবং বছরে অন্তত দুইটি সাধারণ সভা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।  

সংবাদ সম্মেলনে ক্লাব অ্যালায়েন্সের পক্ষে উপস্থিত ছিলেন চবি শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, মো. মোজ্জাম্মেল, রাজিউর রহমান আরিফ ও ইউশা জামান তুর্যসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মে ০৯, ২০২৫
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।