চট্টগ্রাম: সীতাকুণ্ডের ভাটিয়ারীতে কাভার্ডভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী রাকিবুল ইসলাম (২২) নিহত হয়েছেন। পেশায় বিক্রয়কর্মী রাকিবুল বান্দরবান জেলার লামা থানার পূর্ব শিলাপাড়া গ্রামের বজল আলীর ছেলে।
মঙ্গলবার (৬ মে) মুন্সি মাইনুদ্দিন জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আবদুল মোমিন বাংলানিউজকে জানান, রাকিবুল বাই সাইকেল চালিয়ে যাওয়ার সময় ভাটিয়ারী এলাকার কাঁচাবাজারের পশ্চিম পাশে ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান দেয়।
মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
এআর/টিসি