ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের ইফতার মাহফিল ও মিলনমেলা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৪
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের ইফতার মাহফিল ও মিলনমেলা  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম কলেজ এম ফোর্স (মহিউদ্দিন ফোর্স) এর আয়োজনে ইফতার মাহফিল ও নেতাকর্মীদের মিলনমেলা বৃহস্পতিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল আলম নোবেল, নগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন।

 

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। চট্টগ্রাম কলেজ জামে মসজিদের ইমাম মো. শাহজাহান দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন।

 

ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, সবাই মিলে একতাবদ্ধ হয়ে আত্মার আন্তরিকতার বন্ধনকে আরো শক্ত করতে এবং নবীন-প্রবীণদের নিয়ে রমজান মাসের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই প্রচেষ্টা।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম, জাবেদুল ইসলাম জিতু, শরফুল ইসলাম মাহি, বিশ্বজিৎ শর্মা, জাহিদ হাসান সাইমন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাইমন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান সুজন, অর্ণব দেব, সাফায়েত হোসেন রাজু, দপ্তর সম্পাদক জামশেদ উদ্দীন, অর্থ সম্পাদক কাজী আব্দুল মালেক রুমি, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন কায়েস, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আরাফাত জয়, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শোয়াইবুল ইসলাম।  

উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক, ইয়াসির আরাফাত রিকু, উপ-আইন বিষয়ক সম্পাদক মো. জোবায়ের, উপ-ক্রিড়া বিষয়ক সম্পাদক মুবিনুল ইসলাম সাব্বির, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মো. রোমান, উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক দূর্জয় আচার্য্য, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোস্তফা আমান, উপ-প্রচার সম্পাদক ফোরকান, উপ-মানবসম্পদ উন্নয়ন সম্পাদক রুবেল হোসেন মুন্না, উপ-সম্পাদক আকবর খান, আশরাফ উদ্দিন, ইমতিয়াজ বাবর, তানভীর আহমেদ, বিশাল হাজারী, মোহাম্মদ তারেক, তৌহিদুল করিম ইমন, সায়েদ হোসেন রিফাত, গোবিন্দ দত্ত, মোহাম্মাদ হোসাইন সহ পাঁচ শতাধিক নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।