ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের ...

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

বুধবার (২৭ মার্চ) সকালে সীতাকুণ্ড এলাকার মাদামবিবি মোড় এবং বড় তাকিয়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- মহিউদ্দিন (৩৮) ও আলেয়া বেগম (৪১)।

কুমিরা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. আলমগীর বাংলানিউজকে জানান, বড়তাকিয়া এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা পারাপার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আলেয়া বেগম নামে এক নারীর মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।  

বারো আউলিয়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) শাহ আলম বাংলানিউজকে জানান, মাদামবিবি মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রলি মহিউদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকায়। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।