ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাজাকার-আলবদরের পোষ্যরা দেশের বিরোধিতায় মাঠে নেমেছে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
রাজাকার-আলবদরের পোষ্যরা দেশের বিরোধিতায় মাঠে নেমেছে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: রাজাকার আলবদরের বাচ্চা ও পোষ্যরা বাংলাদেশের বিরোধিতায় মাঠে নেমেছে। তারা মাঠে নেমে গরম গরম কথা বলে দেশকে অস্থিতিশীল করতে চায়।

 তাদের মনে রাখা উচিত তাদের কবরটাও হবে বঙ্গোপসাগরে, দেশের মাটিতে নয়।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে ওয়ার্ড আওয়ামী লীগের সমন্বয়ে অনুষ্ঠিত গণসমাবেশে এসব কথা বলেন বক্তারা।

নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমাদের ঠিকানা রাজপথ। এই রাজপথে পাকিস্তানি হানাদার বাহিনীর প্রেতাত্মার অস্তিত্ব মুছে ফেলা হবে। এজন্য নেতাকর্মীরা অবশ্যই অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।  

নগর আওয়ামী লীগের সাধারণ আ জ ম নাছির উদ্দীন বলেন, আজ অবাক লাগে বিএনপি-জামায়াত আরব বিশ্বে পশ্চিমা শক্তির আগ্রাসনের বিরুদ্ধে একটি কথাও বলছে না। অথচ আমাদের মুক্তিযুদ্ধে সপ্তম নৌবহর পাঠিয়ে পরাজিতপ্রায় হানাদার বাহিনীকে রক্ষা করতে চেয়েছিল। তারা আমাদের মানবাধিকার, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে মাথা ঘামায়। তাই বলতে ইচ্ছে হয় বিএনপি-জামায়াত নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে চায়।  

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ফারুকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, নির্বাহী সদস্য কামরুন হাসান বুলু, রোটারিয়ান মো. ইলিয়াছ, থানা আওয়ামী লীগের এমএ হালিম, সেলিম আফজাল, মো. ইলিয়াছ, ওয়ার্ড আওয়ামী লীগের সালেহ আহমদ চৌধুরী, আব্দুল বারেক কোম্পানী, আসলাম হোসেন, হাসান মুরাদ, জানে আলম, জিয়াউল হক সুমন, আব্দুল মান্নান, মো. হাসান, জয়নাল আবেদীন আজাদ, নুরুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।