ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রাতে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, জুন ৯, ২০২৩
রাতে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩ ...

চট্টগ্রাম: হাটহাজারীতে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৮ জুন) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ গুমানমর্দ্দন বোয়ালিয়ারকুল সেতু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এরা হলো- রবিউল হোসেন (২৮), মো. সালাউদ্দিন (২৮), মো. শাওন (১৯)।

শুক্রবার (৯ জুন) তাদের দুইটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হাটহাজারী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ ২টি রামদা, ২টি কিরিচ, ৩টি লোহার রডসহ ডাকাতির জন্য সরঞ্জাম উদ্ধার ও একটি গাড়ি জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ৯, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।