ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

চিটাগং ভাইকিংসের দায়িত্ব উঠছে মুশফিকের কাঁধে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
চিটাগং ভাইকিংসের দায়িত্ব উঠছে মুশফিকের কাঁধে মুশফিকুর রহিম। ছবি: বাংলানিউজ

গেলোবারের দল রাজশাহী কিংস ছেড়ে দেওয়ায় মুশফিকুর রহিমের নাম ওঠার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে। কিন্তু তার আগেই নিজেদের ‘আইকন’ ক্রিকেটার করে চিটাগং ভাইকিংস তাকে দলে টেনে নেয়। এবার তার কাঁধেই দেওয়া দলো সাগরপাড়ের এই দলটির দায়িত্ব।

মঙ্গলবার (১ জানুয়ারি) চিটাগং ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান আবদুল ওয়াহেদ মুশফিককে দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করেন। বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটারকে অধিনায়ক ঘোষণা দিয়ে উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী বলেন, ‘এ বছর আমাদের দলটা দুর্দান্ত হয়েছে।

মুশফিক, (লুক) রনকি, সিকান্দার রাজা, ডেলপোর্টের মতো অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। আমরা মুশফিককে অধিনায়ক হিসেবে পেয়ে ভীষণ খুশি। আশা করি এই মৌসুমটা আমাদের দুর্দান্তই কাটবে। ’

চলতি মাসের ৫ তারিখ থেকে মাঠে গড়াবে বিপিএলের ষষ্ঠ আসর। শুরুর দিনের ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি হবে মুশফিকের দল।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।