ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

‘লিজেন্ড’ মাশরাফিকে আইসিসি-ইএসপিএনের শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, অক্টোবর ৫, ২০১৮
‘লিজেন্ড’ মাশরাফিকে আইসিসি-ইএসপিএনের শুভেচ্ছা মাশরাফি বিন মর্তুজা। ছবি: সংগৃহীত

বারবার ইনজুরিতে পড়েছেন। কিন্তু প্রতিবার ফিরে এসেছেন আরও বেশি উজ্জ্বিবিত হয়ে। ২০১৪ সালে বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব তার হাতে তুলে দেওয়ার পর বাংলাদেশের ক্রিকেটের রূপরেখাই পাল্টে দিয়েছেন। তিনি আর কেউ নন, তিনি মাশরাফি বিন মর্তুজা। 

৫ অক্টোবর এই ক্রিকেট যোদ্ধার জন্মদিন। তার জন্মদিনে পুরো বাংলাদেশ জুড়ে যেন একটি উৎসবে পরিণত হয়ে যায়।

সামাজিক যোগোযোগের মাধ্যম-সংবাদ মাধ্যম সর্বত্র তার জন্মদিনের শুভেচ্ছায় ছেয়ে যায়।  

‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ মাশরাফির জন্মদিনে সাধারণ মানুষের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি ও ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন। পাশাপাশি আইসিসি বিশ্বকাপের ভ্যারিফাইড পেজ থেকে মাশরাফিকে লিজেন্ড উপাধি দিয়ে শুভেচ্ছা জানান হয়।

আইসিসি বিশ্বকাপ পেজ থেকে শুভেচ্ছায় লেখা হয়, ‘অধিনায়ক, নেতা, কিংবদন্তি। শুভ জন্মদিন বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ’

আইসিসির ওয়েবসাইটে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়, ‘সম্পতি তিনি বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বপ্রথম ২৫০ উইকেট নেন এবং তিনিই বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। শুভ জন্মদিন মাশরাফি বিন মর্তুজা। ’

ইএসপিএন শুভেচ্ছায় লিখেছে, ‘আজকের এই দিনে মাশরাফি বিন মর্তুজার ৩৫তম জন্মদিন। তাকে শুভেচ্ছা। ’

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।