ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

স্পন্সর ছাড়াই এশিয়া কাপ খেলবে ভারত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, সেপ্টেম্বর ৩, ২০২৫
স্পন্সর ছাড়াই এশিয়া কাপ খেলবে ভারত ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দলকে আসন্ন এশিয়া কাপে দেখা যাবে স্পন্সর ছাড়া জার্সিতে। কয়েক দিন আগে দেশটিতে পাস হওয়া ‘প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব গেমিং বিল ২০২৫’-এর কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে।

নতুন আইন অনুযায়ী অনলাইন জুয়া, বাজি ও ফ্যান্টাসি গেম নিষিদ্ধ করা হয়েছে।  

এর ফলে আর্থিক ক্ষতিতে থাকা ড্রিম ইলেভেন আগেভাগেই বাধ্য হয়ে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি বাতিল করেছে। ২০২৬ সাল পর্যন্ত তাদের ভারত দলের সঙ্গে চুক্তি থাকার কথা থাকলেও নতুন আইনের কারণে তা আগেভাগেই শেষ হলো।  

এ অবস্থায় নতুন স্পন্সরের খোঁজে দরপত্র আহ্বান করেছে বিসিসিআই। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে ১২ সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। তবে তার আগেই ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে এশিয়া কাপ। ফলে এ টুর্নামেন্টে ভারতের জার্সিতে কোনো মূল স্পন্সরের লোগো দেখা যাবে না।  

নতুন স্পন্সর নির্বাচনের ক্ষেত্রে বিসিসিআই এবার কড়াকড়ি শর্তও দিয়েছে। মদ প্রস্তুতকারক, জুয়া বা বাজি সংক্রান্ত প্রতিষ্ঠান, ক্রিপ্টোকারেন্সি, অনলাইন মানি গেমিং প্ল্যাটফর্ম, তামাকজাত পণ্য কিংবা মানুষের নৈতিকতায় আঘাত করে এমন কোনো প্রতিষ্ঠান আবেদন করতে পারবে না।  

ভারতীয় দল আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওয়ানা দেবে। এশিয়া কাপে ‘এ’ গ্রুপে ভারতের প্রতিপক্ষ স্বাগতিক আমিরাত, পাকিস্তান ও ওমান। অন্যদিকে, ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং।  

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।