ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

অভিষেক টেস্টে আফগানদের প্রতিপক্ষ ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, ডিসেম্বর ১১, ২০১৭
অভিষেক টেস্টে আফগানদের প্রতিপক্ষ ভারত ছবি:সংগৃহীত

কিছুদিন আগেই টেস্ট অঙ্গনের নতুন দুই দল হিসেবে পরিচিতি পায় আয়ারল্যান্ড ও আফগানিস্তান। আর আগেই জানা যায় আইরিশদের অভিষেক টেস্টের প্রতিপক্ষ হচ্ছে পাকিস্তান। এবার জানা গেল অভিষেক টেস্টে আফগানরা খেলবে ভারতের বিপক্ষে। ম্যাচটি আয়োজন করবে ভারত।

অবশ্য প্রতিপক্ষ ঠিক হলেও এ ম্যাচের সময় চূড়ান্ত হয়নি। জানা যায়, চলতি সপ্তাহেই দুবাইয়ে দুই পক্ষের বোর্ডের বৈঠক শেষে ঠিক হবে এর সুনির্দিষ্ট তারিখ।

এর আগে গত মাসে ভারত সফরে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) অভিষেক টেস্ট খেলার প্রস্তাব দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আর দিল্লিতে বিসিসিআইয়ের এক বিশেষ সাধারণ সভা শেষে জানানো হয়, ভারত খেলতে রাজি।

যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। ভারতের গ্রেটার নদিয়া স্টেডিয়াম ও সংযুক্ত আরব আমিরাতে হোম গ্রাউন্ড হিসেবে খেলে দলটি।

এর আগে চলতি বছরের জুনে আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে টেস্ট মর্যাদা দেয় আইসিসি। যেখানে আইরিশরা দেশের মাটিতে আগামী মে মাসে পাকিস্তানের বিপক্ষে খেলবে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ১১ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।