আবুধাবিতে আজ বুধবার সন্ধ্যায় আবারও মাঠে নামছে বাংলাদেশ। দীর্ঘ তিন মাসের টি-টোয়েন্টি ক্রিকেট শেষে আবারও ওয়ানডে ফরম্যাটে ফিরছে তারা।
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আজ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নামছে মেহেদী হাসান মিরাজের দল। আফগানদের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি হোয়াইটওয়াশে আত্মবিশ্বাসী টাইগাররা। এবার সেই জয়ের ধারাকে টেনে নিতে চায় ওয়ানডেতেও।
ওপেনিংয়ে নতুন রূপ দেখার অপেক্ষা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। অভিষেকের অপেক্ষায় সাইফ হাসান। এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিংয়ে জায়গা করে নেওয়া এই তরুণ ডানহাতি ব্যাটারকে আজ দেখা যেতে পারে তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস শুরু করতে। ফলে দেখা যেতে পারে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন, যা দলকে এনে দিতে পারে বাড়তি সুবিধা।
শান্ত থাকবেন তিন বা চারে, নির্ভর করছে সাইফের ব্যাটিং অবস্থানের ওপর। মিডল অর্ডারে তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক। তারা দুজনেই সাম্প্রতিক ওয়ানডেতে ধারাবাহিক পারফর্মার। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ভূমিকাও এখানে মুখ্য। ব্যাটে-বলে নেতৃত্ব আর ভারসাম্য আনাই তার দায়িত্ব।
পেস আক্রমণে নেতৃত্বে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তাদের সঙ্গে থাকছেন তানজিম হাসান সাকিব, যিনি সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিকভাবে আলো ছড়িয়েছেন।
তিনজন পেসারের পাশাপাশি স্পিনে আস্থা বাঁহাতি তানভীর ইসলামের ওপর। শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ উইকেটের জাদুকরী স্পেল করা এই স্পিনার আজও হতে পারেন দলের প্রধান অস্ত্র। বিকল্প হিসেবে আছেন তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। উইকেটরক্ষকের ভূমিকায় সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান, যদিও জাকের অনিকও আছেন প্রতিদ্বন্দ্বিতায়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক/নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
এফবি/এমএইচএম