ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বিসিবি’র স্থায়ী কমিটিতে কিঞ্চিৎ রদবদল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, ডিসেম্বর ১০, ২০১৭
বিসিবি’র স্থায়ী কমিটিতে কিঞ্চিৎ রদবদল ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কিঞ্চিৎ রদবদলের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্ট্যান্ডিং কমিটি সদস্যেদের নাম ঘোষণা করা হয়েছে। মোট ২১টি কমিটির মধ্যে পরিবর্তন আনা হয়েছে ৭টিতে। বাকি ১৩টি কমিটিই অপরিবর্তিত আছে।

আর একটি কমিটির প্রধানের নাম ঘোষিত হয়নি। পরিবর্তিত কমিটিগুলো হলো, উইমেন্স, এইচপি, মার্কেটিং, সিসিডিএম, টুর্নামেন্ট, গ্রাউন্ডস ও আম্পায়রস।

উইমেন্স কমিটির দায়িত্ব দেয়া হয়েছে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে। আগের কমিটির প্রধান ছিলেন এমএ আউয়াল চৌধুরী ভুলু। মার্কেটিং ও কমার্শিয়াল কমিটির সাবেক চেয়ারম্যান কাজী এনাম আহমেদকে দেয়া হয়েছে সিসিডিএম’র দায়িত্বে।

আর মার্কেটিং কমিটির চেয়ারম্যান করা হয়েছে শেখ সোহেলকে।

টুর্নামেন্ট কমিটির প্রধান হয়েছেন গাজী গোলাম মর্তুজা। আগে তিনি সিসিএম প্রধান ছিলেন।  এদিকে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হয়েছেন মাহবুব আনাম। সাবেক কমিটিতে তিনি হাই পারফরম্যান্স (এইচপি) প্রধান ছিলেন। তাকে সরিয়ে এইচপি চেয়ারম্যান করা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে।

আর আম্পারস কমিটির চেয়ারম্যান হয়েছেন স্বপন চৌধুরী। আগের কমিটির প্রধান ছিলেন প্রয়াত নাজমুল করিম টিংকু।

বাকি ১৩ কমিটির প্রধানরা হলেন:
*ওয়ার্কিং কমিটি-এনায়েত হোসেন সিরাজ
*ক্রিকেট অপারেশন্স-আকরাম খান
*ফিনান্স-আফজালুর রহমান সিনহা
*ডিসিপ্লিনারি-আ জ ম নাসির উদ্দিন
*গেম ডেভেলপমেন্ট-খালেদ মাহমুদ সুজন
*সিকিউরিটি-মঞ্জুর কাদের
*ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট-লোকমান হোসেন ভুঁইয়া
*এজ লেভেল(বয়স ভিত্তিক)-তানজিল চৌধুরী
*মেডিক্যাল কমিটি-সৈয়দ আশফাকুল ইসলাম
*টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি (অ্যাড)-আনোয়ারুল ইসলাম
*মিডিয়া-মো: জালাল ইউনুস
*অডিট-শওকত আজিজ রাসেল
*লজিস্টিকস অ্যান্ড প্রোটোকল-ইসমাইল হায়দার মল্লিক
*শারিরীক প্রতিবন্ধী-নাম ঘোষিত হয়নি

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ১০ ডিসেম্বর ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।