ঢাকা, বুধবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বাংলাদেশ সফরে আয়ারল্যান্ডের টেস্ট দলে পাঁচ নতুন মুখ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, অক্টোবর ৭, ২০২৫
বাংলাদেশ সফরে আয়ারল্যান্ডের টেস্ট দলে পাঁচ নতুন মুখ ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফরের জন্য টেস্ট স্কোয়াডে পাঁচ নতুন মুখ ঘোষণা করেছে আয়ারল্যান্ড। অ্যান্ড্রু বালবার্নি নেতৃত্ব দেবেন দলকে।

স্কোয়াডে ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে খেলা দলের সাতজন রয়েছে।

কেড কারমাইকেল, লিয়াম ম্যাককার্থি, জর্ডান নিল ও স্টিফেন ডহেনি প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন। গ্যাভিন হোই যদিও আগে টেস্ট দলে ছিলেন, এখনও অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি। এদিকে হাঁটুর অস্ত্রোপচারের পর চোট কাটিয়ে ফেরা অভিজ্ঞ পেসার মার্ক অ্যাডায়ারকে রাখা হয়েছে শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজের জন্য।

টি-টোয়েন্টি স্কোয়াডে নেতৃত্ব দেবেন পল স্টার্লিং। এই দলে ফিরেছেন টিম টেক্টর, আর ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া বেন ক্যালিটজ জায়গা ধরে রেখেছেন। টি-টোয়েন্টিতে ১৫ সদস্যের দলে ১১ জনই ছিলেন আগের বাংলাদেশ সফরের দলে।

আয়ারল্যান্ডের সফর শুরু হবে আগামী মাসে। প্রথম টেস্ট মাঠে গড়াবে ১১ নভেম্বর সিলেটে, আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর ঢাকায়। এরপর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে প্রথম দুই টি-টোয়েন্টি। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকায়, যার মাধ্যমে শেষ হবে পুরো সিরিজ।

টেস্ট দল: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, কেড কারমাইকেল, স্টিফেন ডহেনি, গ্যাভিন হোই, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রিস, অ্যান্ডি ম্যাকব্রিন, ব্যারি ম্যাককার্থি, লিয়াম ম্যাককার্থি, পল স্টার্লিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেইগ ইয়াং।

টি-টোয়েন্টি দল: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রিস, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।