ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বুধবার রাতে দেশে ফিরছে বাংলাদেশ দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৯, জানুয়ারি ২৪, ২০১৭
বুধবার রাতে দেশে ফিরছে বাংলাদেশ দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

নিউজিল্যান্ড সফর শেষে আগামীকাল (২৫ জানুয়ারি, বুধবার) দেশে ফিরছে বাংলাদেশ দল। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে বুধবার রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সাকিব-তামিমরা। বিসিবি সূত্র এ তথ্য জানিয়েছে।

নিউজিল্যান্ড সময় বুধবার সকাল ৬টায় হোটেল ছেড়ে দেশের উদ্দেশে যাত্রা করবে দল। অস্ট্রেলিয়ায় ক্যাম্প ও নিউজিল্যান্ড সিরিজ শেষে দেড় মাস পর দেশে ফিরছেন ক্রিকেটাররা।

বিপিএল শেষে ৮, ৯ ও ১০ ডিসেম্বর তিন ভাগে অস্ট্রেলিয়া পাড়ি জমান তিন ফরম্যাটের জন্য ২২ ক্রিকেটার। সিডনি থেকে ১৮ ডিসেম্বর নিউজিল্যান্ডে যায় বাংলাদেশ।

স্বাগতিকদের বিপক্ষে তিন ফরম্যাটে কোনো জয় পায়নি টাইগাররা। হতাশা নিয়েই তাই ফিরতে হচ্ছে সাকিব-তামিম-মাহমুদউল্লাহদের।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ২৪ জানুয়ারি ২০১৭
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।