ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

কলকাতার বোলিং কোচ হলেন বালাজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৬, জানুয়ারি ৪, ২০১৭
কলকাতার বোলিং কোচ হলেন বালাজি লক্ষীপতি বালাজি-ছবি:সংগৃহীত

২০১৭ আইপিএল মৌসুমের জন্য কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবে মনোনীত করা হলো লক্ষীপতি বালাজিকে। পাকিস্তানের সুইং মাস্টার ওয়াসিম আকরামের পরিবর্তে এই দায়িত্ব পান ভারতের সাবেক এ বোলার।

বালাজি ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত কলকাতার হয়ে খেলেছিলেন। তবে সম্প্রতি তার রাজ্যের দল তামিল নাড়ুর হয়ে বোলিং কোচের পদে কাজ করেছেন, ‘কলকাতায় খেলেয়াড় হিসেবে দারুণ সময় কেটেছে।

আর এবার এই ফ্র্যাঞ্চাইজির কোচ হতে পেরে গর্বিত আমি। ’

এদিকে কলকাতার প্রধান ভেনকে মায়সোর তাদের পুরোনো খেলোয়াড়কে পেয়ে দারুণ খুশি, ‘কলকাতা পরিবারে বালাকে (বালাজি) স্বাগতম। সে আমাদের দলে গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিল। আর ২০১২ সালে দলকে চ্যাম্পিয়ন করার পেছনে তার দারুণ ভূমিকা ছিল। ’

চলতি বছরের ৫ এপ্রিল থেকে অনুষ্ঠিত হবে আইপিএল ২০১৭ মৌসুম। আর ২১ মে ফাইনালের মধ্যদিয়ে আসরটির পর্দা নামবে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ০৪ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।