ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

৫০তম টি-২০ ম্যাচে মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৩, জানুয়ারি ৩, ২০১৭
৫০তম টি-২০ ম্যাচে মাশরাফি মাশরাফি বিন মর্তুজা-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ক্যারিয়ারের ৫০তম টি-টোয়েন্ট আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন মাশরাফি বিন মর্তুজা। নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে এমন মাইলফলক স্পর্শ করলেন টাইগার অধিনায়ক।

২০০৬ সালের ২৮ ডিসেম্বর টি-২০’তে অভিষেক হয় মাশরাফির। খুলনায় অনুষ্ঠিত জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি অবশ্য ছিল বাংলাদেশেরই প্রথম টি-২০।

সেই খেলায় ম্যাচ সেরার পুরস্কার পান নড়াইল এক্সপ্রেস।

এখন পর্যন্ত ৪৯টি ম্যাচে মাশরাফি ৭.৯৪ গড়ে ৩৮টি উইকেট তুলে নিয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯ রানের বিনিময়ে চার উইকেট তার সেরা ম্যাচ সাফল্য। এছাড়া ৩৬৬ রান এসেছে তার ব্যাট থেকে।

এর আগে টাইগারদের হয়ে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল এই কীর্তি গড়েছিলেন।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, ০৩ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।