ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ফিক্সিংয়ে জড়িতদের ‘নীরবে’ বিপিএল থেকে বাদ দেবে বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, অক্টোবর ১৩, ২০২৫
ফিক্সিংয়ে জড়িতদের ‘নীরবে’ বিপিএল থেকে বাদ দেবে বিসিবি সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের অভিযোগে প্রায় ২০ জন খেলোয়াড়, কোচ ও কর্মকর্তার বিরুদ্ধে নীরবে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তদন্তে অভিযোগের প্রমাণ মেলায় এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিসিবির তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গত আসরের ফিক্সিং তদন্তে ১৮ থেকে ২০ জনের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে। তাদের নামসহ একটি প্রাথমিক প্রতিবেদন ইতিমধ্যে বোর্ডে জমা পড়েছে। চলতি মাসের শেষ দিকে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

তদন্তের ফলাফলের ভিত্তিতে বিপিএল গভর্নিং কাউন্সিল আসন্ন ১২তম আসর থেকেই সংশ্লিষ্ট ব্যক্তিদের নীরবে প্রতিযোগিতা থেকে বাদ দিতে চায়।

একজন সিনিয়র বিসিবি কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘যেহেতু প্রতিবেদনটি এখনো প্রকাশিত হয়নি, তাই কারও নাম আনুষ্ঠানিকভাবে বলা হবে না। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে যেন তারা ওইসব খেলোয়াড় বা কর্মকর্তাকে দলে না নেয়। ’

তিনি আরও যোগ করেন, ‘বিতর্কিত কেউ যেন বিপিএলের অংশ না হয়, সেটিই আমাদের মূল লক্ষ্য। ’

এবারের বিপিএল শুরু হবে আগামী ১৯ ডিসেম্বর, চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। খেলোয়াড় ড্রাফট সম্পন্ন হবে ১০ নভেম্বরের মধ্যে। ড্রাফট তালিকায় পারফরম্যান্স বিবেচনা করা হচ্ছে গত আসরের বিপিএল ও সদ্য শেষ হওয়া এনসিএল টি-২০ টুর্নামেন্টের ভিত্তিতে।

এফবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।